Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নদী দূষণ রোধে ২০৪৬টি কারখানাকে ইটিপি চালুর নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০০

ঢাকা: ঢাকার চারপাশের বুড়ীগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদী দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে পরিবেশ অধিদফতর। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদীর ২০৪৬টি শিল্প কারখানাকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই নোটিশ জানানো হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩ অনুযায়ী, তরল বর্জ্য নির্গমনকারী কারখানাগুলোতে ইটিপি ও এসটিপি (পয়ঃবর্জ্যের ক্ষেত্রে) চালু রাখা বাধ্যতামূলক। তবে অনেক কারখানা ইটিপি স্থাপন না করে কিংবা স্থাপন করলেও সার্বক্ষণিক চালু না রেখে অপরিশোধিত বর্জ্য নদীতে ফেলছে।

১৩ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি, ২০২৫ পর্যন্ত এসব শিল্প কারখানাকে নোটিশ প্রদান করা হয়। নোটিশে ইটিপি সার্বক্ষণিক চালু রাখা এবং পরিবেশ আইন মেনে কারখানা পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ইটিপি চালুর নির্দেশ কারখানায় চূড়ান্ত নোটিশ নদী দূষণ রোধ পরিবেশ অধিদফতর

বিজ্ঞাপন

তালা ভেঙে বাসভবনে কুয়েট ভিসি
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৫৯

আরো

সম্পর্কিত খবর