Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ সেনা দিবসে স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:১৪

শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে শহিদ সেনা কর্মকর্তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহিদ সামরিক কর্মকর্তা ও সদস্যদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বিজিবির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর শহিদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।

এসময় পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকান্ডে শাহাদত বরণকারী শহিদ অফিসারদের স্মরণ করে তাদের জন্য দোয়া করা হয়।

এর আগে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের (বর্তমানে বিজিবি) ঢাকার পিলখানা সদর দফতরে বিদ্রোহের নামে তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ নিহত হন।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

জাতীয় শহিদ সেনা দিবস স্বরাষ্ট্র উপদেষ্টার শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর