পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি নিহতদের পরিবারের
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪
ঢাকা: পিলখানা হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর দাবির মধ্যে একটি ‘শহিদ সেনা দিবস’ ঘোষণা করা হয়েছে। এই ঘটনার বিচারও দ্রুত হবে বলে আশাবাদী নিহতদের পরিবার। সেই সঙ্গে অপরাধীদের খুঁজে বের করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানান তারা।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে পিলখানা হত্যাকাণ্ডে নিহতদের সমাধিতে শ্রদ্ধা ও কবর জিয়ারত করতে এসে এই আশাবাদ ব্যক্ত করেন নিহতদের পরিবারের সদস্যরা।
শহিদ মেজর মাহবুবুর রহমানের স্ত্রী রিতা রহমান জুলী বলেন, আমরা বেশি কিছু চাই নাই, বিচারটা যেন সুষ্ঠু ভাবে হয়। যেহেতু কমিশন হয়েছে এবং আমাদের একটি দাবি শহিদ দিবস ঘোষণা করা হয়েছে, তাই আশা করছি বিচারও দ্রুত হবে।
তিনি বলেন, বিচার একটি দীর্ঘ প্রক্রিয়া। তারপরও আমরা চাই, এই সরকারের সময়ে এই বিচার শেষ হলে খুবই ভালো। এর সঙ্গে কারা জড়িত সেটা দেশের সবাই জানে। হত্যাকাণ্ডের ঘটনার সময়ে আর্মিরা কেন তাদের বাঁচাতে ভেতরে যেতে পারেনি সেটা তদন্ত কমিশন তাদের তদন্তের মাধ্যমে বের করবে।
শহিদ মেজর হুমায়ূন হায়দার এর স্ত্রী শামীমা পারভীন বলেন, বাসা থেকে বের হলেন একটা সুস্থ মানুষ, আর ৩ দিন পর লাশ হয়ে ফিরলেন। এটা তো হতে পারে না। এই হত্যাকাণ্ডে কে দায়ী সেটা আমি বলতে চাই না, তাতে তদন্ত নষ্ট হয়ে যেতে পারে। তদন্তে সঠিক ভাবে দোষীদের শনাক্ত করা হবে আশাকরি। তদন্তে বের হবে কে এই হত্যাকাণ্ডে জড়িত, কে পরিকল্পনাকারী, নেপথ্যে কে আছে এবং সরাসরি যারা ছিল তাদের খুঁজে বের করে প্রকাশ্যে ফাঁসির দাবি জানাচ্ছি।
বিচারের দাবি জানিয়ে শহিদ মেজর শাকিলের ছোট ভাই শফিক বলেন, অপরাধীদের বিচারের জন্য আমরা ১৬ বছর ধরে অপেক্ষা করছি। আর কত অপেক্ষা করতে হবে জানিনা। তবে শহিদ দিবস ঘোষণা হওয়ায় আমরা আশাবাদী বিচারও দ্রুত হবে।
সারাবাংলা/এমএইচ/এনজে