কুয়েট উপাচার্যকে লাঞ্চিতের ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের নিন্দা
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৩
গোপালগঞ্জ: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।
তিনি বলেন, ‘কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে।’
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমান করা সমগ্র শিক্ষাব্যবস্থার ওপর চপেটাঘাতের শামিল। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর চরম নৈরাজ্যের শিকার বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষার্থীদের সর্বোচ্চ কল্যাণ সাধনের লক্ষ্যে বর্তমানে কর্মরত উপাচার্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছেন এবং নিরলসভাবে সচেষ্ট রয়েছেন।’
এ অবস্থায় কুয়েট উপাচার্যের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনা বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার নীল নকশার অংশ কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
অধ্যাপক হোসেন উদ্দিন শেখর আরও বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানে আলোচনার কোনো বিকল্প নেই। বর্তমানে দলমত নির্বিশেষে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে।’
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত অনাকাঙ্ক্ষিত সহিংসতার জের ধরে একদল শিক্ষার্থী উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
সারাবাংলা/এসডব্লিউ