পটুয়াখালীতে ৩ সেতুর নাম পরিবর্তন
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০১
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় তিন সেতুর নাম পরিবর্তন করা হয়েছে। সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. গোলাম জিলানীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ অধিদফতরের আওতাধীন কলাপাড়ায় তিনটি সেতুর নাম স্থানীয় তিনটি নদীর নামে রাখা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে জানা যায় পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৪৯ কিলোমিটার আন্দারমানিক নদীর ওপর নির্মিত সেতুর নাম শেখ কামাল সেতুর নাম পরিবর্তন করে আন্ধারমানিক সেতু করা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬১ কিলোমিটার সোনাতলা নদীর ওপর নির্মিত শেখ জামাল সেতুর নাম পরিবর্তন করে সোনাতলা সেতু রাখা হয়েছে।
পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের ৬৬ কিলোমিটার খাপড়াভাঙ্গা নদীর ওপর নির্মিত শেখ রাসেল সেতুর নাম পরিবর্তন করে খাপড়াভাঙ্গা সেতু রাখা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
সারাবাংলা/এমপি