‘আবদুল্লাহ আল নোমানের মৃত্যু দেশ ও দলের অপূরণীয় ক্ষতি’
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৪
ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বিরাট এক শূন্যতার সৃষ্টি হল। তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের চলে যাওয়া দেশ ও দলের জন্য অপূরণীয় ক্ষতি।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘আব্দুল্লাহ আল নোমান তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মহান স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সান্নিধ্য লাভ করেছিলেন। শহিদ জিয়ার জীবনাদর্শই ছিল আবদুল্লাহ আল নোমানের রাজনৈতিক জীবনের পথচলা। বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে তিনি ছিলেন জনসম্পৃক্ত এবং নীতি ও আদর্শ থেকে তিনি কখনোই বিচ্যুত হননি। গণতন্ত্রের প্রতি তার ছিল অবিচল আস্থা।’’
তিনি বলেন, ‘‘জনকল্যাণের মহান ব্রত নিয়ে আব্দুল্লাহ আল নোমান রাজনীতি করতেন। আর এজন্যই তিনি দেশবাসীর নিকট ছিলেন অত্যন্ত প্রিয়ভাজন। সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশ-জাতি-জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। মন্ত্রী থাকাকালে তার ‘সামাজিক বনায়ন’ কর্মসূচি ছিল দেশের পরিবেশ রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি প্রশংসনীয় ভুমিকা পালন করেছিলেন। ‘৭১ এর স্বাধীনতাযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তার অবদন চিরস্মরণীয় হয়ে থাকবে। বিনয়ী, সদালাপী ও মানবিক গুনাবলীসম্পন্ন আবদুল্লাহ আল নোমান ছিলেন সকলের নিকট একজন গ্রহণযোগ্য রাজনীতিবিদ।’’
বিবৃতিতে আবদুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাবাংলা/এজেড/ইআ