Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপরাধী দমনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ: গণফোরাম

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪৯ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০২

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী – (ফাইল ছবি)

ঢাকা: খুন, ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী করেছে গণফোরাম।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মোঃ মিজানুর রহমান এ কথা বলেন।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শক্ত হাতে অপরাধীদের দমনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। বরং আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ, মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে যে, রাস্তা ঘাট এমন কী নিজের ঘরেও মানুষ নিরাপদ নয়।

বিবৃতিতে বলা হয়, ধর্মীয় উস্কানিতে মানুষের মধ্যে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। একের পর এক ঘটনা ঘটেই চলছে, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সারাদেশে চাঁদাবাজি, জবরদখল, মামলা বাণিজ্যসহ অপরাধমূলক কর্মকান্ড ব্যাপকহারে বেড়ে গেছে। এর দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না।

আইন শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে অনতিবিলম্বে কার্যকর পদপেক্ষ গ্রহণ করতে সেনা বাহিনী ও যৌথ বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে।

সারাবাংলা/এএইচএইচ/আরএস

গণফোরাম স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর