Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আবদুল্লাহ আল নোমান ছিলেন নিরেট ভদ্রলোক’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৪১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৩

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন তিনি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবার ও তার শোকার্ত রাজনৈতিক অনুসারীদের সমবেদনা জানান তিনি।

বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘প্রয়াত আবদুল্লাহ আল নেমান নিছেন নিরেট ভদ্রলোক। সদালাপী মানুষটির অমায়িক ব্যবহারে সবাইকে মুগ্ধ করতেন। মহান আল্লাহ যেন তার ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।’

শ্রদ্ধা নিবেদন এর সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, মো. হেলাল উদ্দিন, চেয়ারম্যানের প্রেস সেক্রেটারী খন্দকার দেলোয়ার জালালী, দফতর সম্পাদক মাহমুদ আলম এবং এমএ রাজ্জাক খান প্রমুখ।

সারাবাংলা/এএইচএইচ/এসডব্লিউ

জাতীয় পার্টি জি এম কাদের বিএনপি শোক প্রকাশ সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর