Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিব পেল ৭ মন্ত্রণালয় ও বিভাগ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৭

ঢাকা: দীর্ঘদিন শূন্য থাকার পর বাণিজ্য, সংস্কৃতিসহ সাত মন্ত্রণালয় ও বিভাগে সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেখানে সই করেছেন উপ সচিব জামিলা শবনম।

নতুন সচিব যারা হয়েছেন, তারা হলেন- আলেয়া আক্তার (পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ), মো. কামাল উদ্দিন (সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়), মো. তাজুল ইসলাম (বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ- আইএমইডি), মো. মিজানুর রহমান (বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়), মোহাম্মদ আবদুর রউফ (সেতু বিভাগ), জাহেবা পারহীন (সমন্বয় ও সংস্কার- মন্ত্রিপরিধন বিভাগ), মাহবুবুর রহমান (বাণিজ্য মন্ত্রণালয়)।

জনস্বার্থে জারী করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

সারাবাংলা/জেআর/ইআ

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন সচিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর