ব্যাংকে এআই, ৪০০০ কর্মী ছাঁটাই করবে ডিবিএস
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২
ডেভেলপমেন্ট ব্যাংক অফ সিঙ্গাপুর (ডিবিএস) আগামী তিন বছরে ৪ হাজার কর্মী ছাঁটাই করবে, কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মানুষের পরিবর্তে আরও বেশি কাজ করার সক্ষমতা তৈরি হয়েছে। ২৫ ফেব্রুয়ারি বিবিসির প্রতিবেদনে এ তথ্য প্রচারিত হয়েছে।
এক বিবৃতিতে ব্যাংকটির একজন মুখপাত্র বিবিসিকে জানান, ‘এই কর্মীসংকোচন স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে হবে, কারণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক কাজের মেয়াদ শেষ হয়ে আসছে।’
তবে স্থায়ী কর্মীদের ওপর এই ছাঁটাইয়ের প্রভাব পড়বে না বলে জানিয়েছে ব্যাংকটি। ডিবিএস-এর বিদায়ী প্রধান নির্বাহী পিউষ গুপ্ত বলেন, প্রতিষ্ঠানটি প্রায় ১ হাজার নতুন এআই-সম্পর্কিত কর্মসংস্থান তৈরি করবে। বর্তমানে ডিবিএস-এ ৮ হাজার থেকে ৯ হাজার অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মী রয়েছে, আর মোট কর্মীর সংখ্যা প্রায় ৪১ হাজার।
২০২৪-এ ব্যাংকটির প্রধান নির্বাহী পিউষ গুপ্ত বলেছিলেন, ডিবিএস এক দশকেরও বেশি সময় ধরে এআই নিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, ‘আমরা বর্তমানে ৩৫০টি ক্ষেত্রে ৮০০-টিরও বেশি এআই মডেল ব্যবহার করছি এবং ২০২৫ সালের মধ্যে এগুলোর অর্থনৈতিক প্রভাব ১ বিলিয়ন সিঙ্গাপুর ডলার (৭৪৫ মিলিয়ন মার্কিন ডলার) ছাড়িয়ে যাবে বলে আশা করছি।’
মার্চের শেষের দিকে পিউষ গুপ্ত ব্যাংকটি ছাড়বেন এবং তার স্থলাভিষিক্ত হবেন বর্তমান ডেপুটি সিইও তান সু শান।
এআই প্রযুক্তির ক্রমবর্ধমান বিস্তার বিশ্বব্যাপী চাকরির বাজারে এর প্রভাব নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ২০২৪ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) জানিয়েছিল, বিশ্বব্যাপী প্রায় ৪০ শতাংশ চাকরি এআই দ্বারা প্রভাবিত হবে।
সারাবাংলা/এনজে