Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে গৃহবধূকে হত্যা, স্বামী-শ্বশুর পলাতক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০১

ঘটনার পরে নিহতের বাড়িতে ভিড় করেন তার স্বজনরা

নীলফামারী: জেলার জলঢাকায় প্রবিত্রী দেবনাথ (৩০) নামে এক গৃহবধূকে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের পরিবারের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এদিকে, ঘটনার পর থেকেই নিহতের স্বামী ও শ্বশুর পলাতক রয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি বাজার এলাকার নাথ পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত প্রবিত্রী দেবনাথ জলঢাকা পৌরসভার বাসিন্দা সুদিন দেবনাথের মেয়ে। তার স্বামী পরিমল দেবনাথ (৩৪) একই এলাকার বিজয় দেবনাথের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। তবে গত তিন দিন ধরে প্রবিত্রী দেবনাথকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হচ্ছিল। একাদশীর উপবাসে থাকার সময় তাকে নৃশংসভাবে নির্যাতন করা হয়। নির্যাতনের এক পর্যায়ে প্রবিত্রী দেবনাথ যখন মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যান, তখন তাকে বিষপান করানো হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে পরিবারের সদস্যরা তাকে রংপুর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন।

ধর্মপাল ইউনিয়নের ওয়ার্ড সদস্য মো. ইউনুস আলী বলেন, ‘গত তিন দিন আগে তিনি বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন। এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল। যদি এই কলহের জেরে হত্যাকাণ্ড ঘটে থাকে, তাহলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আমরা প্রশাসনের প্রতি দাবি জানাই।’

এ বিষয়ে জলঢাকা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মামলার প্রক্রিয়া চলছে, মামলা হলেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতের স্বামী পরিমল দেবনাথ ও শ্বশুর বিজয় দেবনাথ পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

নিহতের পরিবারের দাবি, প্রবিত্রী দেবনাথকে হত্যা পূর্বপরিকল্পিত। তারা দ্রুত দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

খুনী স্বামি-শ্বশুড় পলাতক গৃহবধূকে হত্যা নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর