স্বাধীন নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হবে: জিএম কাদের
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২৮ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬
ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, “বিডিআর হত্যাকান্ডের তদন্ত ও বিচার কাজ নিয়ে শহীদ পরিবারগুলোর মধ্যে আস্থার অভাব ছিলো। বর্তমান অন্তর্বর্তী সরকার ঘটনাটি পুনরায় তদন্ত করছে, আমরা আশা করছি যে, সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে তদন্ত ও বিচার কাজ হবে। স্বাধীন নিরপেক্ষ তদন্ত ও বিচার হলে শহীদ পরিবারগুলো সন্তুষ্ট হবে।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শহীদদের বেদীতে পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন।
তিনি বলেন, “সরকার ‘শহীদ সেনা দিবস’ ঘোষণা করে আমাদের অন্তরের দাবি পূরণ করেছে। যথাযথ মর্যাদায় দিনটি পালিত হবে- এটাই আমাদের প্রত্যাশা।”
গোলাম মোহাম্মদ কাদের বলেন, “শহীদ পরিবারের মনোযন্ত্রণা যাতে লাঘব হয় সে লক্ষ্যে সবাই কাজ করবেন- এমন প্রত্যাশা করি। আমিও শহীদ পরিবারের সদস্য বলা যায়। আমার ভাগ্নে (বোনের ছেলে) শহীদ কর্নেল কুদরত-ই-এলাহী রহমান শফিক। ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পাওয়ার সময় হয়েছিলো, সে মর্মান্তিক হত্যাযজ্ঞে শহীদ হয়েছে। আমার সেই প্রিয় ভাগ্নের জন্য সব সময় অন্তরে ব্যাথা অনুভব করি।”
প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন, “এখন একটা নতুন ধরনের সংস্কৃতি চালু হয়েছে। যেমন- বিগত সরকার যেগুলো ভালো বলেছে, এখন সেগুলোকে খারাপ বলা হচ্ছে। তখন যেগুলোকে খারাপ বলা হয়েছে, এখন সেগুলোকে ভালো বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে ‘হ্যাঁ’ বলেছে, বর্তমানে তাকে ‘না’ বলা হচ্ছে। বিগত সরকার যেটাকে ‘না’ বলেছে, এখন সেটাকে ‘হ্যাঁ’ বলা হচ্ছে, ঢালাওভাবে।”
সারাবাংলা/এএইচএইচ/আরএস