২ সচিবকে বদলি করে প্রজ্ঞাপন
স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:২২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫২
ঢাকা: দুই সচিবকে বদলি করে পদায়ন করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
উপসচিব জামিলা শবনম সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব মো. মাহমুদুল হোসাইন খানকে বদলি করে পরিকল্পনা কমিশনের সচিব (সদস্য) পদে পদায়ন করা হয়েছে। আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে ওএসডিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
সারাবাংলা/জেআর/ইআ