পর্যটকদের যেতে বাধা নেই সাজেকে
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪২ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:০৬
রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন ও বিনোদনকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অনির্দিষ্টকালের জন্য পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার একদিন পর সেটি প্রত্যাহার করা হয়। এতে করে পর্যটকদের সাজেক ভ্যালি যেতে আর কোনো বাধা নেই।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পাঠান মো. সাইদুজ্জামানের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, রাঙ্গামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন এলাকায় সোমবার (২৪ ফেব্রুয়াারি) দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় সাময়িকভাবে সাজেক পর্যটনকেন্দ্র পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অগ্নিকাণ্ডের পরিস্থিতি এবং পর্যটকদের ভ্রমণ বিষয়ে একটি বিশেষ সভা (অনলাইন জুম মিটিং) অনুষ্ঠিত হয়। অগ্নিকাণ্ডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় সভায় সর্বসম্মতিক্রমে মঙ্গলবার বিকেল থেকে সাজেক পর্যটনকেন্দ্রে পর্যটক ভ্রমণ উন্মুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে সাজেক এলাকা পর্যটক ভ্রমণের জন্য উন্মুক্ত করা হল।
এর আগে, সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের ‘অবকাশ ম্যানুয়েল রিসোর্ট’সহ আশপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, আগুনের ঘটনায় ৯০-৯৫টির অধিক স্থাপনা ভস্মিভূত হয়েছে। এরমধ্যে ৩৫টি স্থানীয় লুসাই ও ত্রিপুরার জনগোষ্ঠীর পরিবারও রয়েছে। রিসোর্ট-কটেজ মালিকদের পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাজেকের লুসাই-ত্রিপুরারা। তাদের এখন খোলা আকাশের নিচে দিন-রাত কাটছে।
এদিকে, আগুনের ঘটনার দিন রাতেই আগুনের উৎস ও কারণ উদ্ঘাটনে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তদন্ত কমিটি বর্তমানে সাজেকে অবস্থান করছে। কমিটিকে আগামী সাতদিনের মধ্যে তদন্ত করে অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদ্ঘাটন এবং দুর্ঘটনা প্রতিরোধকল্পে সুপারিশ প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমপি