Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণের সঙ্গে থেকে কাজ করতে চাই: নাহিদ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩২

পদত্যাগপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম। ছবি: সারাবাংলা

ঢাকা: সরকারে থেকে নয় বরং জনগণের সঙ্গে থেকে কাজ করতে চান বলে জানিয়েছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকারের চেয়ে রাজপথেই আমার ভূমিকা বেশি থাকবে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পদত্যাগপত্র জমা দেওয়ার পর তিনি নিজেই সাংবাদিকদের সামনে হাজির হন।

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি সরকারে নয় বরং জনগণের সঙ্গে থেকেই কাজ করতে চাই। জনগণের সঙ্গে থেকে যা করা যায় তা সরকারে থেকে সম্ভব নয়। তা ছাড়া রাজনীতির জন্য আমার রাজপথে থাকতে পছন্দ বেশি।’

২৮ ফেব্রুয়ারি নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।

আরও পড়ুন- পদত্যাগ করলেন তথ্য উপদেষ্টা নাহিদ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে নাহিদ ইসলাম। এরপর গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারে যোগ দেন তিনি।

সারাবাংলা/ইউজে/এমপি

অন্তর্বর্তী সরকার নাহিদ ইসলাম পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর