ধর্ষকদের গ্রেফতারের দাবিতে পাবনায় বৈবিছাআ’র মানববন্ধন
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৮
পাবনা: সারাদেশে অব্যাহতভাবে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পাবনায় মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে বৈবিছাআ’র পাবনা জেলা কমিটির আয়োজন ঘণ্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন পাবনা কমিটির আহ্বায়ক বরকতুল্লাহ ফাহাদ, সদস্য সচিব মুঞ্জুরুল ইসলাম, যুগ্মআহ্বায়ক এস এম সৈকত, রাসেল আহমেদ, মিনহাজ হোসেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যাত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন হয়েছে। দেশকে অস্থিতিশীল করতে একটি চক্র নীলনকশা করছে। ছাত্র-জনতা কোনোদিনই তা বাস্তবায়ন করতে দেবে না।
তারা আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। তা না হলে ছাত্র-জনতা ফের রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।
সারাবাংলা/এইচআই