Tuesday 01 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানিসহ চার ক্রয় প্রস্তাব অনুমোদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৩

সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি

ঢাকা: স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি (তরল প্রাকৃতিক গ্যাস) আমদানিসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ১ হাজার ২৭৮ কোটি ১৩ লাখ টাকা।

মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, আগামী মার্চের প্রথম সপ্তাহের জন্য গ্যাসের জরুরি প্রয়োজনে স্পট মার্কেট থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক কার্গো এলএনজি আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। ক্রয় কমিটির বৈঠকের আগে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি কার্গো আমদানির বিষয়টি নীতিগত অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, এটি চলতি বছরের ৯ম এলএনজি কার্গো আমদানি। সুইজারল্যান্ডের কোম্পানি ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যস অ্যান্ড পাওয়ার লিমিটেড’-এর লন্ডন শাখা এ কার্গো সরবরাহ করবে। প্রতি এমএমবিটিইউ গ্যাস ১৬ দশমিক ৪৩ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ৭৮৭ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকা।

সূত্র জানায়, বৈঠকে দুটি পৃথক প্রস্তাবে মোট ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৪৩৬ দশমিক ৬৭ ডলার দরে সংযুক্ত আরব আমিরাত এর ‘ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড’ থেকে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৫৯ কোটি ৮২ লাখ ১২ হাজার টাকা।

অপর প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৪১০ দশমিক ৫০ ডলার দরে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৫০ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৪ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের কোম্পনি ‘মেসার্স অ্যাস্টোন এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল এসএ থেকে এ গম আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ২৯৫ দশমিক ২১ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১৮০ কোটি ৭ লাখ ৮১ হাজার টাকা।

সারাবাংলা/আরএস

এলএনজি সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি সার ও গম ক্রয়