Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আ.লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকা: জুলাই-আগস্ট গণহত্যা, পিলখানা ও শাপলা চত্বরসহ সকল গুম-খুনে জড়িত আওয়ামী লীগ ও দোসর দলগুলোকে নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। এতে পণ্ড হয়ে যায় পদযাত্রা।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে বিপ্লবী ছাত্র পরিষদ ও জাতীয় বিপ্লবী পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মিছিলটি শাহবাগ থানার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়।

এর আগে, বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন। পুলিশি বাধার মুখে মিছিলটি সড়কেই অবস্থান করলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ অভিমুখী পাশের এক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো—

  • গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র ১৪ দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করা।
  • ফ্যাসিবাদী দল ও সংগঠনের সব কার্যালয় ও সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিগ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনে ব্যবহার করা।
  • ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রীপরিষদ সদস্য, এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরওয়ানা জারি ও বিচারের মুখোমুখি করা।
  • ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে।

সারাবাংলা/এমএইচ/এইচআই

যমুনার অভিমুখে পদযাত্রা

বিজ্ঞাপন

৬৯ জনকে ইসির কারণ দর্শানোর নোটিশ
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩৪

ডিএমপির সাঁড়াশি অভিযানে গ্রেফতার ২৪৮
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০

আরো

সম্পর্কিত খবর