ঢাবি দ্বিতীয় ক্যাম্পাসের জন্য পূর্বাচলে ৫২ একর জমি
২১ জুন ২০১৮ ২৩:১৮
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ।।
ঢাবি: দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে (ঢাবি) পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২১ জুন) রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান জমির এই বরাদ্দপত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুইয়াতুল ইসলাম সারাবাংলাকে বলেন, আমরা রাজউকের বরাদ্দপত্র হাতে পেয়েছি। এটি আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে দিয়েছি।
এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে পেমেন্টটা দিয়ে দিলে আমরা বাউন্ডারি ওয়ালের কাজটি করতে পারব। তিনি আরও বলেন, আমরা ৫২ একর পেয়েছি, মেডিকেলের জন্য আরও ৩০ একর পাব।
বিশ্ববিদ্যালয়ের জমি বরাদ্দ নিয়ে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ পেল। এখন আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস যুক্ত করবে।’ এই কাজে সমর্থন দেয়ার কারণে জড়িতদের ধন্যবাদ জানান তিনি।
দ্বিতীয় ক্যাম্পাসে বিষয়ে জানতে চাইলে অধ্যাপক মাকসুদ কামাল সারাবাংলাকে বলেন, সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির মতো আমরা মেডিকেল হসপিটাল করব, মেডিকেল ফ্যাকাল্টি হবে। আমাদের শিক্ষক ও ছাত্ররা যারা গুরুতর অসুস্থ্য হবে তারা সেখানে চিকিৎসা নিবে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু বিভাগও সেখানে হবে বলে জানান তিনি।
এর আগে অধ্যাপক মাকসুদ কামাল জানিয়েছিলেন, ২০২১ সালের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তারা অ্যাকাডেমিক ও অবকাঠামোগতভাবে বিশ্বের আদর্শ বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করতে চান। এ জন্য তারা নানা উদ্যোগ হাতে নিয়েছেন। এই উদ্যোগের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পূর্বাচলে স্থান্তরের একটি প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/কেকে/এমআইএস