Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাবি-দাওয়া নিয়ে সচিবালয় অভিমুখে শিক্ষকরা, পুলিশের লাঠিচার্জ

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

শিক্ষা ভবনের সামনে পুলিশ বাধা দেয় তাদের

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, সরকারি চাকরিজীবীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে সচিবালয় অভিমুখে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনে পুলিশ বাধা দেয়। এ সময় শিক্ষক ও কর্মচারীরা বাধা উপেক্ষা করে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে শিক্ষকরা ছত্রভঙ্গ হয়ে যান।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে দেড় টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে পদযাত্রা নিয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে এই লাঠিচার্জের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবিতে দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন শিক্ষক-কর্মচারীরা। পরে তারা সচিবালয়ের দিকে পদযাত্রা শুরু করেন।

শিক্ষকরা বলছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া ঘরে ফিরবেন না তারা।

গত ১২ ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন।

সারাবাংলা/এমএইচ/এইচআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর