রিয়াদে এলইএপি মেগা টেক ইভেন্টে প্রিয়শপ
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৪৫
সৌদি আরবের রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত মেগা টেক ইভেন্ট এলইএপি ২০২৫-এ বাংলাদেশের বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ
ঢাকা: সৌদি আরবের রিয়াদে সম্প্রতি অনুষ্ঠিত মেগা টেক ইভেন্ট এলইএপি ২০২৫-এ বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ অংশগ্রহণ করে।
এবারের আয়োজনের মূল আর্কষণ ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তিগত উদ্ভাবন ও বিনিয়োগ। এই ইভেন্টে বিশ্বব্যাপী ১ হাজার ৮০০-এর বেশি প্রযুক্তি ব্র্যান্ড এবং ৬৮০টি স্টার্টআপ অংশগ্রহণ করেছে, যা একটি নতুন মাইলফলক। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
টেক অ্যাক্সিলারেটর ইভেন্টটি দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ব্যবসায়ের জন্য বড় বিনিয়োগ চুক্তি নিশ্চিত করে পূর্ববর্তী রেকর্ড ভেঙে দিয়েছে।
উল্লেখ্য, অংশগ্রহণকারীদের মধ্যে বাংলাদেশের শীর্ষস্থানীয় বি-টু-বি মার্কেটপ্লেস এবং স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ ছিল, যারা উদ্ভাবনী ফিনটেক সল্যুশন (বাংলাদেশের মাইক্রো রিটেইলারদের জন্য প্রথম ক্রেডিট কার্ড) এবং শুধুমাত্র এমএসএমই-দের জন্য কাস্টমাইজ করা ডিজিটাল উদ্ভাবন প্রদর্শন করেছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন। তিনি বলেন, ‘প্রিয়শপের মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারাটা সত্যিই আনন্দের। দেশের ১ লাখের উপরের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) আমাদের প্লাটফর্মে যুক্ত করতে সক্ষম হয়েছি আমরা।
তিনি আরও বলেন, প্রিয়শপ শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখছে। এমবেডেড ফাইন্যান্স, স্মার্ট ডিস্ট্রিবিউশন এবং ২৭৪টি ব্র্যান্ডের নিরবচ্ছিন্ন অ্যাক্সেসের মাধ্যমে, আমাদের প্ল্যাটফর্ম এমএসএমইগুলোকে অনায়াসে পণ্য সংগ্রহ করতে এবং তাদের ব্যবসায় বৃদ্ধি করতে সক্ষম করেছে।
প্রিয়শপের লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০ কোটি মানুষকে সেবা দিবে।
সারাবাংলা/ইএইচটি/এনজে