Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইল পৌরসভায় দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৯

টাঙ্গাইল পৌরসভায় দুদকের সদস্যরা

টাঙ্গাইল: টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্য সেবা খাতে নানা অনিয়মের অভিযোগে দুদকের অভিযান পরিচালিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে টাঙ্গাইল পৌরসভায় দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

টাঙ্গাইল পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা শুভাশিস দাসের বিরুদ্ধে ও স্বাস্থ্য সেবা খাতে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।

জেলা দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের সহকারী পরিচালক মো. বিপ্লব হোসেন জানান, টাঙ্গাইল পৌরসভা প্রাথমিক স্বাস্থ্য খাতে ওষুধ খাওয়ার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি অভিযোগের প্রেক্ষিতে আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে। প্রাথমিকভাবে ওষুধের দাম বাজার মূল্যের চেয়ে বেশি দেখানো হয়েছে। এছাড়া ওষুধ মজুদ ও বিতরণের ক্ষেত্রে অনিয়মের তথ্য পাওয়া গেছে। এছাড়া টাঙ্গাইল পৌরসভার স্বাস্থ্য বিভাগের যে জনবল জনবল থাকা প্রয়োজন আমরা সেটা পাইনি। বিষয়টি তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক রবিউল ইসলাম, মো. বাসেদ আলী, সহকারী পরিদর্শক মো. মিরাজুল হক সহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

টাঙ্গাইল দুদক পৌরসভা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর