হলে বসে মদ-গাঁজা সেবন, চুয়েটের ৪ ছাত্র বহিষ্কার
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৬
চট্টগ্রাম ব্যুরো: ছাত্রাবাসে বসে মদ-গাঁজা সেবনের অপরাধে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চার শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের আাবসিক হল থেকেও চিরতরে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির ২৮৩তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুয়েটের ছাত্রকল্যাণ অধিদফতরের পরিচালক ও স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সদস্য সচিব মো. মাহবুবুল আলম সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত চার শিক্ষার্থী হলেন- চুয়েটের পুরকৌশল বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ইমতিয়াজ আহমেদ, পারভেজ রেজা খান ও সৈয়দ শাহরিয়ার ইসলাম লামুন এবং যন্ত্রকৌশল বিভাগের একই শিক্ষাবর্ষের ছাত্র মোহাম্মদ মাহিদ হোসেন।
এর আগে, রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে চুয়েটের শহিদ মোহাম্মদ শাহ হলের ৪০২ নম্বর কক্ষে অভিযান পরিচালনা করেন প্রভোস্ট ও সহকারী প্রভোস্ট। এ সময় চার শিক্ষার্থীকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। তাদের হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা ও দুটি আলাদা বোতলে ৫০০ মিলিগ্রাম মদ জব্দ করা হয়।
এ ঘটনা নিয়ে চুয়েটের স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির জরুরি সভা শেষে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হল প্রভোস্টদের লিখিত অভিযোগ ও জব্দ করা আলামতের ভিত্তিতে চুয়েটের মাদক প্রতিরোধ নীতিমালা অনুযায়ী তাদের দুই বছরের জন্য সব ধরনের একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে চিরতরে বহিষ্কার করা হয়েছে।
একই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আরও শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না, সেটা জানতে চেয়ে চার ছাত্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কমিটি। নোটিশের জবাব লিখিত আকারে ১১ মার্চ বিকেল চারটার মধ্যে সশরীরে হাজির হয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এ ছাড়া তারা ইচ্ছে করলে ১২ মার্চ বিকেল তিনটায় স্টুডেন্টস ডিসিপ্লিন কমিটির সভায় সশরীরে হাজির হয়ে তাদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থার বিষয়ে ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে পারবেন।
সারাবাংলা/আরডি/এইচআই