Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীর মহাসড়কে গাড়িতে ডাকাতি, গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৫৩ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৮

গ্রেফতার ডাকাতদলের দুই সদস্য।

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল সেট, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

এর আগে গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার নামাপাড়া এলাকায় শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে মাইক্রোবাস ও প্রাইভেটকারে ডাকাতি এবং দুই দিন পরে একই স্থানে মোটরসাইকেল আটকিয়ে ডাকাতি করে একটি ডাকাত দল। পরে দুটি ডাকাতির ঘটনায় জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। এই ঘটনায় রায়পুরা থানায় পৃথক দুটি ডাকাতির মামলা করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

তিনি আরও জানান, গ্রেফতারদের মধ্যে মোর্শেদ মিয়া ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানো হয়। অন্যদিকে তার দেওয়া তথ্যে ডাকাতির ঘটনায় ১০ জনকে চিহ্নিত করা হয়েছে। তারা দুইভাগে ভাগ হয়ে দলগতভাবে ডাকাতি করে। আর অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

গ্রেফতার ডাকাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর