Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে অবৈধ সয়াবিন তেলের কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

গ্রেফতার দোকানদার ও কর্মচারী।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় অবৈধ সয়াবিন তেল কারখানায় অভিযান চালিয়ে তিন হাজার ১৩২ লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে কারখানার মালিক ইব্রাহিম আজিজ রুবেল (৩৬) ও কর্মচারী রাকিব হাসান (২৪) করে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলার বোদা উপজেলার সদর ইউনিয়নের মাঝগ্রাম এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোতলজাত সয়াবিন তেলগুলো জব্দ করা হয়।

বিজ্ঞাপন

জব্দ হওয়া তেল।

জানা যায়, কারখানাটিতে দীর্ঘদিন ধরে কর ফাঁকি দিয়ে ফাইন, টরি ও ডায়মন্ড নামে বিভিন্ন কোম্পানীর নকল লেবেল ব্যবহার করে খোলা এবং নিম্ন মানের সয়াবিন তেল ড্রামে করে এনে বোতলে ভরে বাজারজাত করে আসছিলেন ইব্রাহিম আজিজ রুবেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বেনামি ওই কারখানাটিতে অভিযান চালায় বোদা থানা পুলিশ। এ সময় ৩ হাজার ১৩২ লিটার সয়াবিন তেলসহ দুটি পিকআপ জব্দ করা হয়।

জব্দ তেলের বাজার মূল্য প্রায় ৬ লাখ ৭৯ হাজার ৪৪০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, অনুমোদন ছাড়া অবৈধ তেলের কারখানাটি গড়ে তুলেন আজিজ৷ তিনি কারখানায় ড্রামে করে খোলা ও নিম্নমানের সয়াবিন তেল নিয়ে এসে বিভিন্ন কোম্পানির নকল লেবেল তৈরি করে বোতলজাত তেল তৈরি করে বাজারে বিক্রি করতেন। অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়। মালিক ও কর্মচারীর বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

তেল সয়াবিন তেল জব্দ

বিজ্ঞাপন

মেলার ২৫তম দিনে নতুন বই এলো ১০১টি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

মেলায় বাজছে বিদায়ের সুর
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর