Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবু সাঈদকে নিয়ে কটূক্তি, বেরোবিতে গ্রেফতারের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:২৩

প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা

রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহিদ আবু সাঈদকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি করার অভিযোগে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক আরাফাত রহমান ও শাহাল ইবনে ইসলাম জয়কে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা বলেন, ‘যে শহিদ আবু সাঈদ আমাদের ’২৪ এর আন্দোলনের প্রেরণা তাকে কটূক্তি করে এখনো ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক আরাফাত রহমান ও শাহাল ইবনে ইসলাম জয় বাইরে ঘোরাফেরা করছেন। আবু সাইদকে সামাজিক যোগাযোগমাধ্যমে আল বদর ও শিবির আখ্যা দিয়ে তারা যে অপরাধ করেছে তাতে স্পষ্ট তারা স্বৈরাচারের দোসর। এখনো আওয়ামী ফ্যাসিস্টের প্রেতাত্মা আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাদের বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, ‘শহিদ আবু সাঈদকে নিয়ে যেভাবে কটূক্তি করে বক্তব্য দিয়েছেন এ জন্য তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। অন্যথায় ছাত্র সমাজকে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।’

সারাবাংলা/এইচআই

আবু সাঈদ ছাত্রদল বেরোবি রংপুর

বিজ্ঞাপন

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১

আরো

সম্পর্কিত খবর