Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাঠক দর্শনার্থীদের নজর কেড়েছে দৃষ্টিনন্দন স্টল

ঝর্ণা রায়
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩

বিশ্বসাহিত্য কেন্দ্রের স্টল

ঢাকা: প্রায় শেষ হয়ে আসছে অমর একুশে বইমেলা। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে মেলা। প্রতিদিনই আসছে লেখকদের নতুন নতুন বই। সেইসঙ্গে বাড়ছে পাঠক দর্শনার্থীদের পদচারণাও। এবারো বইমেলার অন্যতম আকর্ষণ দৃষ্টিনন্দন স্টল। অন্যান্য স্টলগুলোর তুলনায় দৃষ্টিনন্দন স্টলে পাঠক দর্শনার্থীদের ভীড় যেন বেশি দেখা যায়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, প্রতিবারের মতো এবারো মেলায় বসেছে একাধিক দৃষ্টিনন্দন ও বড় স্টল। এসব স্টলের সামনে ভিড় করছেন পাঠক ও দর্শনার্থীরা। বই কেনার পাশাপাশি স্মৃতি সংরক্ষণ করতে তুলছেন ছবিও।

বিজ্ঞাপন

আকাশ প্রকাশনী

পুরো স্টল নির্মাণ করা হয়েছে বাঁশ ও বাঁশের চাটাই ব্যবহার করে। পরিবেশবান্ধব ও দৃষ্টিনন্দন ইকো ছোঁয়া এই স্টলটিতে। মেলায় এ স্টলটি অন্যমাত্রার সৌন্দর্য বৃদ্ধি করেছে। পল্লী ধারার এই স্টলটিতেও ভিড় করছেন পাঠক, ক্রেতা, দর্শনার্থীরা। বই কেনার পাশাপাশি আকাশ প্রকাশনী ছবি তোলার জন্য দর্শনার্থীদের পছন্দের স্টলের তালিকায় দেখা গেছে।

বাতিঘর

ঢাকা ও আশপাশের বইপ্রেমীদের কাছে বাতিঘর লাইব্রেরি অন্যতম। রাজধানীতে থাকেন এবং পড়তে পছন্দ করেন তারা বাতিঘরে যান না এমন পাঠকের সংখ্যা কম হবে। বাতিঘর ও প্রকাশনী পূর্বপরিচিত হওয়ায় বইমেলায় এই স্টলটিতে সব সময়ই পাঠকদের ভিড় থাকে। তবে শুধু পূর্ব পরিচয়ই নয়, বাতিঘরের এই স্টলটির সৌন্দর্যও আকৃষ্ট করছে পাঠক, দর্শনার্থীদের। স্টলটির কাঠামো ও সাজসজ্জা অন্যান্য স্টল থেকে আলাদা। দোচালা ঘর আকৃতির এই স্টলটির ভেতরে বড় একটি বাতির অবয়ব। তার মধ্যে বই রাখা হয়েছে। যা পাঠকদের মনে ধরেছে।

বিজ্ঞাপন

অন্যধারা

জাতীয় সংসদের আকৃতি দিয়ে এবারের বইমেলায় স্টল বসিয়েছে অন্যধারা প্রকাশনী। প্রতিবছরই মেলায় তারা একটি বড় স্টল বরাদ্দ নেয় এবং ভিন্ন ভিন্ন আকৃতির স্টল তৈরি করে। জাতীয় সংসদ আকৃতির এই স্টলটিও দর্শকদের নজরে এসেছে। অনেকেই স্টলটির ছবি তুলে ফেসবুকে পোস্ট করছেন।

বিশ্বসাহিত্য কেন্দ্র

দৃষ্টিনন্দন স্টলের তালিকায় পিছিয়ে নেই বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রতিবছরের মতো এবার একটি বড় ও বিশেষ ডিজাইনের স্টল বসিয়েছে এই প্রকাশনী। বিআরটিসি দোতলা বাসের আকৃতির এই স্টলটি ইতোমধ্যে নজর কেড়েছে পাঠকদের। এখানে পাঠকেরা আসছেন ছবি তুলছেন, দেখছেন।

পুথিনিলয়

দূর থেকে দেখে মনে হবে একটা বিশাল আকৃতির বই খুলে রয়েছে। চারদিকে বইয়ের আদল রেখে করা স্টলটি পাঠক দর্শনার্থীদের বেশ নজর কেড়েছে। স্টলটির চারদিকে চারটি খুঁটি দেখে মনে হবে একের পর এক বইয়ের তাক।

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন

জুলাই গণ-অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনও এবার বইমেলায় স্টল বরাদ্দ পেয়েছে। বাংলা একাডেমির ভেতরের মেলা প্রাঙ্গণে দর্শকদের নজর কেড়েছে স্টলটি। জুলাই অভ্যুত্থানের বিভিন্ন সময়ের আন্দোলনের একাধিক ছবি-সংবলিত প্ল্যাকার্ড দিয়ে সাজানো হয়েছে স্টলটির আশপাশ।

মিজান পাবলিশার্স

বরাবরের মতো এবারো বড় একটি স্টল বরাদ্দ নিয়েছে মিজান পাবলিশার্স। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে নির্মাণ করা হয়ে এই স্টল। দূর থেকে দেখে মরে হবে কার্জন হল। এটিও দর্শনার্থীদের নজর কেড়েছে।

আফসার ব্রাদার্স

এই স্টলটি দেখলে মনে হবে গ্রামের কোনো দোতলা টিনের ঘর। এটিও পাঠক দর্শনার্থীদের পছন্দের তালিকায়।

গ্রন্থিক

বাঁশ কাঁঠি দিয়ে এমনভাবে স্টলটি নির্মাণ করা হয়েছে, যে দেখে মনে হবে যেন খাবারের স্টল। এটি দর্শক-পাঠকের তালিকায় রয়েছে।

এ ছাড়াও এবার বইমেলায় ইউপিএল, প্রথমা, আগামী প্রকাশনী, স্টুডেন্ট ওয়েজ, ভাষাচিত্র, অন্যপ্রকাশ, আবিষ্কারসহ বেশ কয়েকটি প্রকাশনী দৃষ্টিনন্দন স্টল বসিয়েছে। পাঠক দর্শনার্থীরা বলছেন, স্টলগুলো ভীষণ সুন্দর করে নির্মাণ করা হয়েছে।

বাতিঘরের সামনে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ঋতিকা সরকার বলেন, ‘প্রতিবছরই বইমেলা থেকে বই কিনি। নিয়মিত বাতিঘরে বই পড়ি। ভাল লাগে। এবারও কিছু বই কিনেছি।’

তিনি আরও বলেন, ‘আসলে বইমেলায় তো আর অন্যকিছু তো পাওয়া যায় না। বইমেলায় স্টল এমন দৃষ্টিনন্দন হলে দেখতে ভাল লাগে’

আকাশ প্রকাশনীর সামনে ছবি তুলছিলেন কবীর ও তার বন্ধুরা। কবীর বলেন, ‘একটু ভিন্ন রকম স্টলটি। তাই ছবি তুলছি।’

সারাবাংলা/জেআর/এইচআই

অমর একুশে বইমেলা বইমেলা ২০২৫

বিজ্ঞাপন

মেলার ২৫তম দিনে নতুন বই এলো ১০১টি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

মেলায় বাজছে বিদায়ের সুর
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর