‘শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে’
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২১:৫১ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাবেক কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, সরকারের অন্যান্য সেক্টরের মতো শ্রম আইন সংস্কার করে শ্রমিকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে। নইলে গণবিপ্লবের স্বপ্ন পূর্ণাঙ্গ সফল হবে না। হবে না বৈষম্য দূর।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা মহানগরী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে নগরীর খালিশপুর শিল্পাঞ্চলস্থ মহানগরী ও জেলার নিজস্ব কার্যালয় চত্বরে রেজিস্টার ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুই-তৃতীয়াংশ শ্রমজীবী মানুষের এই দেশে প্রতিনিয়ত দারিদ্রতার সাথে লড়াই করে জীবন চালিয়ে যায়। মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করেও তাদের অনেকের ঘরে বিভিন্ন সময় চুলায় আগুন জ্বলে না। কারণ, শ্রমিকরা ন্যায্য মজুরি পাওনা থেকে সব সময় বঞ্চিত থাকে। আবার নিজেদের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে অনেককে রাজপথে জীবন দিতে হয়। এই জন্য প্রতিটি সেক্টরে ট্রেড ইউনিয়ন সংগঠন প্রতিষ্ঠা করতে হবে। যা শ্রমিকদের দুর্দশা দূর করতে অগ্রণী ভূমিকা পালন করবে।
অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ইসলামী শ্রমিক আন্দোলন শুধু শ্রমিকের স্বার্থ দেখে না। বরং এটি মালিক-শ্রমিকের মাঝে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপনের মাধ্যমে এক অনন্য পরিবেশ সৃষ্টি করে। শ্রমিক যেখানে কারখানার আয়-উন্নতি বৃদ্ধিতে অবদান রাখে, সেখানে মালিকের দায়িত্ব হয়ে যায় শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা। তার জন্য সুন্দর আবাসনের ব্যবস্থা করা। শ্রমিকের জন্য ভালো খাবার ও পোশাকের যোগান দেয়া, তাদের সন্তানদের মানসম্মত শিক্ষার ব্যবস্থা করতে হবে।
সভাপতির বক্তব্যে আজিজুল ইসলাম ফারাজী বলেন, শ্রমজীবী মানুষদের উপেক্ষা করে সমাজ-রাষ্ট্র এগিয়ে যেতে পারে না। বরং রাষ্ট্রের উন্নতির জন্য শ্রমিকদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে। ট্রেড ইউনিয়ন শ্রমিকের অধিকার আদায়ের একটি মঞ্চ। যেখানে শ্রমিক অবহেলিত হয় সেখানে ট্রেড ইউনিয়ন কথা বলে।
সারাবাংলা/আরএস