Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেরানীগঞ্জে ছুরিকাঘাতে নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:৩১

প্রতীকী ছবি

ঢাকা: ঢাকার কেরানীগঞ্জ আগানগর এলাকায় ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন। বিবাহবহিভূত সম্পকর্কে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আমবাগিচা ছোট মসজিদের পিছনে দাউদ ভবনের গলিতে এই ঘটনা ঘটে।

স্বজনরা জানান, নিহত সীমা মাদারিপুরের সদর উপজেলার বড়কান্দি গ্রামের জলিল বেপারীর মেয়ে। দুই ছেলে ও এক মেয়ের জননী তিনি। ঘটনার সময় মেয়ে সাকিবা (৫) তার সঙ্গেই ছিল।

তার স্বামী আকতার হোসেন জানান, আগানগর মসজিদের সামনে তিনি ফুটপাতে ফল বিক্রি করেন। সন্ধ্যায় মাগরিবের নামাজের আগ মুহূর্তে কয়েকজন লোক তার স্ত্রীকে রক্তাক্ত অবস্থায় ধরাধরি করে তার দোকানের কাছে নিয়ে আসেন। সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখানকার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বামী আক্তার হোসেন অভিযোগ করে বলেন, ঘটনাস্থলের আশপাশে লোকজনদের কাছ থেকে শুনেছি, কয়েকজন ছিনতাইকারী তাকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার কানের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ওই নারীর মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তবে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জানান, আগানগর আমবাগিচা এলাকার একটি বাসায় সীমা আক্তার নামে এক একটি নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ঘাতক ইমাম হোসেন নামে এক ব্যক্তিকে স্থানীয় লোকজন হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে। তাকে বর্তমানে পুলিশে হেফাজতে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে বিবাহবহিভূত সম্পকর্কে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।’

সারাবাংলা/এসএসআর/এইচআই

কেরানীগঞ্জ ছুরিকাঘাতে নারী নিহত রাজধানী

বিজ্ঞাপন

মেলার ২৫তম দিনে নতুন বই এলো ১০১টি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

মেলায় বাজছে বিদায়ের সুর
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর