‘বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নে নির্বাচন চায়’
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:০৭ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২৩
সাতক্ষীরা: বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের কথা বলছে। বিএনপি ক্ষমতার জন্য নয়, জনগণের ক্ষমতায়নের জন্য নির্বাচন চায়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর যাবৎ লড়াই করেছি, সংগ্রাম করেছি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে। এই লড়াই করতে গিয়ে আমাদের হাজার হাজার ভাই গুম হয়েছে, মিথ্যা মামলায় জেল খেটেছে। আমাদের নেতা খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তারেক রহমান দেশে ফিরতে পারেন নাই। এই দেশের ওপর জগদ্দল পাথরের মতো, হিমালয়ের মতো যে ভয়ঙ্কর ফ্যাসিবাদী শক্তি চেপে বসেছিল তা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমরা চাই আপনারা সফল হন। আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করব। কিন্তু পার্লামেন্ট ছাড়া আপনারা কোনো সংস্কার করলে কার্যকর করতে পারবেন না। তাই স্থানীয় নির্বাচনের আগে যতদ্রুত সম্ভব ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দিন। এ জন্য প্রয়োজনে বিএনপির সঙ্গে বসুন। সব রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করুন।
তিনি বলেন, ‘চব্বিশে পালিয়েছে শেখ হাসিনা, একাত্তরে পালিয়েছিল শেখ মুজিবুর রহমান। আওয়ামী লীগ এ দেশে মুক্তিযুদ্ধ করেনি।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বিদেশি প্রভুদের খুশি করতে, তাদের তাবেদারী করতে, তাদের পুতুল হিসেবে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ক্ষমতায় টিকে ছিল। এখন ফ্যাসিবাদী শক্তি বিদেশে বসে ষড়যন্ত্র করছে। যদিও সেই ষড়যন্ত্র কার্যকর হবে না। তাই আগে জাতীয় নির্বাচন দিয়ে দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
জনসভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দিন ও ডা. মো. শহিদুল আলম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী, সাবেক সদস্য সচিব আব্দুল আলিম, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতী, আবুল হাসান হাদী, ড. মো. মনিরুজ্জামান ও আকতারুল ইসলাম প্রমুখ।
সারাবাংলা/এইচআই