Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুষ গ্রহণের দায়ে আদালতের হিসাব সহকারীকে ১০ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২১ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:২২

খুলনা: খুলনা আদালতে রায় পাইয়ে দেওয়ার কথা বলে ঘুষ নেওয়ার দায়ে খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের সাবেক প্রসেস সার্ভেয়ার (জারিকারক) কাম হিসাবরক্ষক অলক কুমার নন্দীকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায় আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) খুলনা বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম এ রায় দেন। আদালতে দুদকের পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেন। রায় ঘোষণার সময় আসামি অলক কুমার নন্দী আদালতে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আইনজীবী জানান, চলমান একটি মামলার রায় পাইয়ে দেওয়ার কথা বলে অলক কুমার নন্দী একজন আসামির স্ত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা ঘুষ নেন। কিন্তু পরবর্তীতে ওই মামলার রায় তার বিপক্ষে গেলে তিনি ওই টাকা ফেরত দাবি করেন। এই নিয়ে তালবাহানা করলে তার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাকে বরখাস্ত করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ২০০০ সালের ৩০ মে দুদকের সাবেক পরিদর্শক কেএম মেজবাহ উদ্দিন বাদী হয়ে অলক কুমার নন্দীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫/২০০০। তদন্ত শেষে দুদকের পরিদর্শক সুভাষ চন্দ্র দত্ত ২০০৪ সালে আদালতে মামলার চার্জশিট প্রদান করেন।

সারাবাংলা/এইচআই

আদালতের হিসাব সহকারী খুলনা ঘুষ গ্রহণের অভিযোগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর