Tuesday 25 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে হিজবুত তাওহীদ-এলাকাবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪২

সংঘর্ষের পর হিজবুত তাওহীদের কর্মীদের বাড়িতে আগুন দেয় এলাকাবাসী । ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের পীরগাছা উপজেলায় হিজবুত তাওহীদের নেতাকর্মীদের সঙ্গে এলাকাবাসীর দফায় দফায় সংঘর্ষের ঘটনায় হিজবুত তাওহীদের ৩৯ নেতাকর্মী ও অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপ ও হত্যাচেষ্টার মামলা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পীরগাছার পারুল ইউনিয়নের পবিত্রঝাড় দোকানিপাড়া জামে মসজিদের ইমাম মিজানুর রহমান বাদী হয়ে পীরগাছা থানায় এ মামলা করেন।

পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম সিদ্দিকী মামলার তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় হিজবুত তাওহীদের ৭ জন আটক আছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকার পরিবেশ শান্ত আছে।’

আরও পড়ুন-রংপুরে হিজবুত তাওহীদ-এলাকাবাসী সংঘর্ষ, কার্যালয়ে আগুন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) পীরগাছার পারুল ইউনিয়নের ছিদাম এলাকায় হিজবুত তাওহীদের রংপুর বিভাগীয় সভাপতি আবদুল কুদ্দুসের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষ বাধে। এ সময় সংগঠনটির বিভাগীয় সভাপতিসহ ছয় কর্মী-সমর্থকের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ ওঠে।

আবদুল কুদ্দুসের অভিযোগ, স্থানীয় জামায়াত নেতাদের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়েছে। তবে জামায়াত নেতারা অভিযোগ অস্বীকার করে বলেছেন, স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে হিজবুত তাওহীদের সদস্যদের সংঘর্ষ হয়েছে।

গতকাল থেকে এখন পর্যন্ত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে মিজানুর রহমান বাদী হয়ে পীরগাছা থানায় মামলা করায় গ্রেফতার আতঙ্কে রয়েছেন অনেকেই।

বিজ্ঞাপন

মামলার বাদী মিজানুর রহমান বলেন, ‘হিজবুত তাওহীদের লোকজন গতকাল সকালে তাদের এলাকায় ইসলামবিরোধী কার্যক্রম করছিল। তাদের এগুলো না করতে বলেছিলেন। তারা বন্ধ করতে চেয়েও করেনি। এ ঘটনায় নামাজের পর প্রায় ৫৫০ মুসল্লি সেখানে যান। কিন্তু হিজবুত তাওহীদের সদস্যরা তাদের ওপর চড়াও হন ও হুমকি দেন। তারা নিরস্ত্র মুসল্লিদের ওপর আক্রমণ করেন। পরে মুসল্লিরা ক্ষিপ্ত হয়ে সেখানে গেলে তারা গুলি করে এবং অস্ত্র দিয়ে মুসল্লিদের কুপিয়ে জখম করে।’

সারাবাংলা/এইচআই

রংপুর হিজবুত তাওহীদ-এলাকাবাসীর সংঘর্ষ

বিজ্ঞাপন

মেলার ২৫তম দিনে নতুন বই এলো ১০১টি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০৫

মেলায় বাজছে বিদায়ের সুর
২৫ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৫৯

আরো

সম্পর্কিত খবর