নেশার টাকা না পেয়ে অন্তঃস্বত্তা স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
২১ জুন ২০১৮ ২২:৫৫
।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: রাজধানীর খিলগাঁও মেরাদিয়া এলাকায় ওহিদুল ইসলাম উজ্জ্বল নামে এক মাদকসেবী তার অন্তঃস্বত্তা স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
মুমুর্ষূ অবস্থায় বৃহস্পতিবার (২১ জুন) সন্ধ্যা সোয়া ৬টার দিকে নাছিমা আক্তারকে (২২) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাছিমার বাড়ি ফরিদপুর ভাঙ্গা উপজেলার কালুয়া পাড়া গ্রামে। চার বছর বয়সী মেয়ে ফারজানা এবং স্বামী ওহিদুল ইসলাম উজ্জ্বলের সঙ্গে খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়ায় বসবাস করতেন নাছিমা। উজ্জ্বল ওই এলাকায় একটি মোটর গ্যারেজের মেকানিক।
নাছিমার মা রোকেয়া বেগম জানান, উজ্জ্বল মাদকসেবী। নেশার টাকা দাবিতে মাঝে মাঝেই নাছিমার সঙ্গে ঝগড়া করতো। নাছিমা তিন মাসের অন্তঃস্বত্তা, তারপরও দুই সপ্তাহ আগে নেশার টাকা না পেয়ে নাছিমাকে পিটিয়ে আহত করেছিল উজ্জ্বল। পরে আহত অবস্থায় নাছিমাকে আদ্ব দীন হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
রোকেয়া বেগম আরও বলেন, উজ্জ্বল নির্যাতন করেই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, ঘটনাটি শুনেছি আমরা, খতিয়ে দেখা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এটি
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook