Sunday 04 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে পুর্বশত্রুতার জেরে ১ ব্যক্তিকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপনাডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:০৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৪৯

মরদেহ। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পুর্বশত্রুতার জেরে ইকবাল হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিবির বাগিচা ছাপড়া মসজিদের সামনে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইকবাল হোসেনের (৪০) বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নারায়নপাশা গ্রামে। বাবার নাম মৃত আব্দুল বারেক। বর্তমানে তিনি যাত্রাবাড়ি বিবির বাগিচা ছাপড়া মসজিদ এলাকায় ভাড়া থাকতেন।

ইকবালের স্ত্রী কুলসুম আক্তার জানান, তার স্বামী বিয়ের আগে এলাকায় ছিনতাই করতো ও জুয়া খেলতো। এছাড়াও তার বাজে নেশা ছিল এবং খারাপ লোকদের সঙ্গে চলাফেরা করতো। কিন্তু বর্তমানে তিনি অটোরিকশা চালান। রাতে উজ্জ্বল নামের একজন পূর্ব পরিচিত তার স্বামীকে ফোনে ডেকে নিয়ে যান। পরে বাসার সামনে উজ্জ্বলসহ কয়েকজন তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন। তার চিৎকারে ঘর থেকে বের হয়ে দেখা যায় তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে উজ্জ্বলের সঙ্গে কি নিয়ে দ্বন্দ্ব ছিল তা জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমপি

কুপিয়ে হত্যা ছুরিকাঘাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর