ঢাকা: রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মো. ছালেহ উদ্দিন বলেন, আগুন লাগার খবর পেয়ে ঝুঁকি বিবেচনায় জামান টাওয়ারের আগুনে ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জন্য যায়নি।
তিনি বলেন, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ভবনটির চারতলায় ও পাঁচতলায় আগুন লাগার সংবাদ আসে আমাদের কাছে। ভবনটি থেকে আমরা দুজন পুরুষকে জীবিত উদ্ধার করেছি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলমান রয়েছে।