Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে চলছে জামায়াতে ইসলামীর জনসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

জামায়েতে ইসলামীর জনসমাবেশ চলছে। ছবি: সারাবাংলা

পঞ্চগড়: বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে উত্তরের জেলা পঞ্চগড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা শুরু হয়েছে। এদিকে জনসভায় অংশ নিতে জেলার ৫ উপজেলা ও ৩ টি পৌরসভা থেকে দলটির বিভিন্ন নেতা-কর্মীদের ঢল নামতে শুরু করছে৷

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এ জনসভা শুরু হয়৷ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমীরে জামাত ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

এ ছাড়াও ইতোমধ্যে উপস্থিত হয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম,জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধানসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ সেপ্টেম্বর ডা. শফিকুর রহমান পঞ্চগড় সফরে এসেছিলেন। সে সময় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবিতে নিহত ৭১ জনের পরিবারকে সহায়তা এবং সমবেদনা জানান তিনি। এরপর ২০২৪ সালের ১৬ এপ্রিল আবার এসেছিলেন পরিবারগুলোর খোঁজখবর নিতে।

সারাবাংলা/এমপি

জনসভা জামায়েতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর