Sunday 13 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:০৫ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

হল ছাড়ছেন শিক্ষার্থী।

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে প্রশাসনের নির্দেশ মতো শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেন। ইতোমধ্যেই বহু শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন।

জানাগেছে, সার্বিক নিরাপত্তার স্বার্থে গতকাল ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী অনির্দিষ্টকাল জন্য সকল হলসহ একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কুয়েট কর্তৃপক্ষ। আজ সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সকাল থেকেই হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থী। হঠাৎ করে এমন নোটিশ দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকে।

হল ত্যাগ করা শিক্ষার্থীরা জানান, নিজেদের নিরাপত্তার স্বার্থে তারা প্রশাসনের নির্দেশ মতো হল ছেড়ে দিচ্ছেন।

এদিকে অপ্রীতিকার ঘটনা এড়াতে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সারাবাংলা/এমপি

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) হলত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর