Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৪৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

নিহত মোটরসাইকেল আরোহীর মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে পিকনিকের বাসের ধাক্কায় কামাল হোসেন (৪৫) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বিহারিনগর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন ধামইরহাট উপজেলার উত্তর চকযদু গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইয়াদ আলীর ছেলে। নিহত কামাল হোসেন পেশায় ফটোস্ট্যাট ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নওগাঁ থেকে হানিফ পরিবহনের একটি পিকনিকের বাস জয়পুরহাটের দিকে যাচ্ছিলো। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা চালক রাস্তায় ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় তিনি।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

সারাবাংলা/এসডব্লিউ

নওগাঁ মোটরসাইকেল আরোহী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭

আরো

সম্পর্কিত খবর