Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনে যাচ্ছেন নির্বাচন কমিশনাররা

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫২ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০

ঢাকা: আগামী ২ মার্চ অনুষ্ঠিত হবে জাতীয় ভোটার দিবস। এ উপলক্ষে চলমান ভোটার তালিকা হালনাগাদ সরেজমিনে দেখতে মাঠ পর্যায়ে পরিদর্শনে যাচ্ছেন দুই নির্বাচন কমিশনার।

‎মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জারি করা তাদের সফরসূচি থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

‎জানা গেছে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা জেলার ধামরাই ও সাভার উপজেলা সফর করবেন। আর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বুধবার (২৬ ফেব্রুয়ারি) মুন্সীগঞ্জ জেলা সফর করবেন।

‎নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সকাল ১১টায় ধামরাই উপজেলা আন্ত:স্কুল ও মাদরাসা বার্ষিক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর বিকেল ৩টায় ধামরাইয়ে মোহাম্মদ ইয়াকুব আলী স্কুল অ্যান্ড কলেজে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম দেখবেন।

‎আর নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ২৩ নম্বর মধ্য বাউশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জেলার মিরকাদিম পৌরসভা ভবনে ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন করবেন।

‎এরপর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, জেলা কমান্ড্যান্ট (বাংলাদেশ আনসার ও ভিডিপি), ডিজিএম (পল্লী বিদ্যুৎ), উপজেলা নির্বাচন অফিসার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।

‎উল্লেখ্য, আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হচ্ছে- তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএল/ইআ

নির্বাচন কমিশনার (ইসি) ভোটার তালিকা হালনাগাদ

বিজ্ঞাপন

শক্তের ভক্ত নরমের যম
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

ইতিহাস গড়ে জাদরানের সেঞ্চুরি
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৫৯

আরো

সম্পর্কিত খবর