অপারেশন ডেভিল হান্টে সৈয়দপুরে যুবলীগ নেতা গ্রেফতার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৭ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৪০
নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে থানা পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অভিযানে যুবলীগ নেতা মো. গোলাম রুবায়েত মিন্টু (৪৫) গ্রেফতার হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সৈয়দপুর শহরের আতিয়ার কলোনির রেলওয়ে কোয়ার্টার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, সৈয়দপুরে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার মিন্টু উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে। তিনি সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা যুবলীগের নেতা। পাশাপাশি তিনি সৈয়দপুর সরকারি কলেজের পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফইম উদ্দিন জানান, পুলিশের বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টের’ আওতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে মিন্টুকে তার নিজ বাসভবন থেকে আটক করা হয়। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এমপি