এবার মামলার ফাঁদে পড়লেন মোরসালিন
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৯
বয়স তার মাত্র ২০। এই অল্প সময়েই বাংলাদেশ ফুটবল দলের অন্যতম ভরসা হয়ে উঠেছেন মোরসালিন। তবে ক্যারিয়ারের শুরু থেকেই নানা বিতর্ক যেন তার পিছু ছাড়ছে না। এবার মোরসালিনের বিরুদ্ধে করা হয়েছে যৌতুকের মামলা।
আজ ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোরসালিনের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার স্ত্রীর পরিচয় দেওয়া সেজুতি বিনতে সোহেল। আদালতে তার জবানবন্দীও রেকর্ড করা হয়েছে। একই সাথে মোরসালিনকে আদালতে হাজির হতেও সমন জারি করেছে আদালত।
দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, গত বছরের ২৯ নভেম্বর বাংলাদেশ ও বসুন্ধরা কিংস স্ট্রাইকার মোরসালিনের সঙ্গে সেজুতির বিয়ে হয়। সেই বিয়েতে দেনমোহর ধরা হয়েছিল ১০ লাখ টাকা। বিয়ের কিছুদিন পরেই মোরসালিন স্ত্রীর কাছে গাড়ি কেনার জন্য ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন।
যৌতুক চাওয়া নিয়ে দুই পরিবারের মাঝে তখন থেকেই চলছে দ্বন্দ্ব। সেজুতির অভিযোগ, মোরসালিন তার পরিবারকে হুমকিও দিয়েছে। আর এতেই তিনি মামলা দায়ের করেছেন।
এর আগে ২০২৩ সালে মালদ্বীপ থেকে ফেরার পথে মদ বহনের অভিযোগে নিষিদ্ধ হয়েছিলেন মোরসালিন।
সারাবাংলা/এফএম