Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধান উপদেষ্টা বরাবর চিঠি
বাংলাদেশের প্রতি সংহতি ও রূপান্তর প্রক্রিয়ায় জাতিসংঘ মহাসচিবের সমর্থন পুনর্ব্যক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৯

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

ঢাকা: বাংলাদেশের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের রূপান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে তিনি এ সংহতি প্রকাশ এবং সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট এবং অন্যান্য অগ্রাধিকার ইস্যুতে বাংলাদেশের একজন উচ্চ প্রতিনিধির মাধ্যমে জাতিসংঘ মহাসচিব বরাবর চিঠি পাঠান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে জাতিসংঘ মহাসচিব বলেন, আপনার চিঠির জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। গত ৭ ফেব্রুয়ারি রোহিঙ্গা সংকট এবং অগ্রাধিকার বিষয়ক আপনার উচ্চ প্রতিনিধি খলিলুর রহমানের মাধ্যমে আপনার চিঠি পেয়েছি।

চিঠিতে বাংলাদেশে রোহিঙ্গা সংকটের প্রভাব এবং রাখাইনে ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগের বিষয়টি স্বীকার করেন জাতিসংঘের মহাসচিব গুতেরেস।

তিনি বলেন, আমি বাংলাদেশ সরকারের সঙ্গে জাতিসংঘের দৃঢ় সংহতি এবং আপনার নেতৃত্বে রূপান্তর প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করতে চাই। আমি আপনার উদ্বেগের বিষয়টি স্বীকার করি এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে সমর্থন জানাতে জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত করবে।
জাতিসংঘ মহাসচিব আরো বলেন, রোহিঙ্গা সংকটের রাজনৈতিক সমাধানের জন্য আঞ্চলিক পক্ষ, আসিয়ান এবং অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে। রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের জন্য অনুকূল পরিবেশ তৈরি করাও আমাদের লক্ষ্য।

বিজ্ঞাপন

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যাতে করে বাংলাদেশ ও মিয়ানমারে জাতিসংঘের কান্ট্রি টিম মানবিক সাহায্য ও জীবিকার সহায়তা সর্বোচ্চভাবে প্রদান করতে পারে। জরুরি ত্রাণ সমন্বয়কারী এবং আবাসিক ও মানবিক সমন্বয়কারীর মাধ্যমে জাতিসংঘ এই ইস্যুকে অগ্রাধিকার দেবে।

গুতেরেস আশা প্রকাশ করেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের বিষয়ে আয়োজিত সম্মেলনটি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করবে এবং এই বিষয়ে সমাধান খুঁজে বের করার সুযোগ সৃষ্টি করবে। আগামী ১৩ থেকে ১৬ মার্চ রমজানে বাংলাদেশ সফরের সময় দু’জনের আলোচনা আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

সারাবাংলা/জিএস/আরএস

জাতিসংঘ মহাসচিব প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

শক্তের ভক্ত নরমের যম
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১১

আরো

সম্পর্কিত খবর