কুষ্টিয়ায় পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৯
কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে রাকিবুল ইসলাম (২৬) নামের এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কাতলামারি এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম কাতলামারি গ্রামের সামু আলীর ছেলে। তিনি কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনসে কর্মরত ছিলেন।
স্থানীয়রা বলছে, আর্থিক ঋণের কারণে দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে অশান্তিতে ভুগছিলেন রাকিবুল।
পরিবারের বরাত দিয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত পুলিশ কনস্টেবল রাকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন এবং ছুটি শেষ হলেও সে তার কর্মস্থলে ফিরে যাননি। গত ২১ জানুয়ারি রকিবুল ইসলাম ছুটিতে বাড়িতে আসেন। আজ সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজ ঘরের দরজা ভেতর থেকে আটকে দেন। পরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।
তিনি বলেন, পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। সেই সঙ্গে আর্থিক ঋণের কারণে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে এমন ঘটনা ঘটাতে পারেন তিনি। ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছ।
সারাবাংলা/ইআ