Monday 31 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:১০ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৮

দায়িত্ব গ্রহণের পর বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় করেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান – ছবি : সংগৃহীত

ঢাকা: আসন্ন রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত নতুন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও অধীন দফতর ও সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্য সচিব বলেন, রমজানে ভোক্তাদের স্বস্তিতে রাখতে যে কর্মসূচি নেওয়া হয়েছে, তা সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন আমাদের অগ্রাধিকার কর্মসূচি।একই সঙ্গে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং জোরদার করতেও কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

সভায় বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন এএইচএম আহসান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম খান, অতিরিক্ত সচিব (মহাপরিচালক, বাণিজ্য সংগঠন) মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অতিরিক্ত সচিব (ডব্লিউটিও) ড. নাজনীন কাওসার চৌধুরী, অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার এবং ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/আরএস

দ্রব্যমূল্য বাণিজ্য সচিব মাহবুবুর রহমান