‘স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না’
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:০৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭
ঢাকা: স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তা দিতে ‘আমরা বিএনপি পরিবার’ এ অনুষ্ঠান আয়োজন করে।
রিজভী বলেন, ‘‘রাস্তা-ঘাটে, পাড়ায়-মহল্লায় সন্ত্রাসীদের যে উৎপাত। বনশ্রীতে একজন সোনা ব্যবাসায়ীকে গুলি করে টাকা নিয়ে যাওয়া হয়েছে, সোনা লুট করা হয়েছে। শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে সমাজে, শান্তি-স্বস্তি ফিরে আসবে, এটা তো জনগণের প্রত্যাশা। শুধু মাত্র কিছু লোক স্বস্তিতে থাকবে, সরকারে যারা আছেন, তারা স্বস্তিতে থাকবেন, সেটা তো না। সারা দেশের মানুষ, গোটা জাতি-যারা ১৬ বছর অমানিশার মধ্যে দিন কাটিয়েছে, তার সন্তান ফিরে আসবে কিনা, তার মেয়ে কলেজ থেকে ফিরে আসবে কিনা, এই অনিশ্চয়তার মধ্যে যাদের দিন কেটেছে, তারা তো স্বস্তি চায়। কিন্তু, আমরা কী দেখছি। মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছে, অথচ তিন চার দিন পর পুলিশে মামলা নিচ্ছে আবার স্টেটমেন্ট দিচ্ছে, ‘এটা তো ধর্ষণ নয়, শ্লীতাহানী।’ এ ধরনের কথা নারীর প্রতি অবমাননা।’’
তিনি বলেন, ‘‘পুলিশের অনেকেই প্রমোশন পেয়েছেন, হারানো পদ ফিরে পেয়েছেন, তাহলে এখন মাঠ শূন্য থাকবে কেন? মাঠে যে ক্রাইমগুলো হচ্ছে, সমাজে যে ক্রাইমগুলো হচ্ছে, সেগুলো কেন দমন করা যাচ্ছে না। উনি (স্বরাষ্ট্র উপদেষ্ট) বলছেন পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করছে না। তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার তো দায়িত্ব হচ্ছে সেটা দেখা, দ্রুত পদক্ষেপ নেওয়া। আজকে বিভিন্ন পাড়া-মহল্লা মনে হচ্ছে অরক্ষিত। মনে হচ্ছে বিভিন্ন গডফাদার। আমরা শামীম ওসমান গডফাদার, এ্যানীদের এলাকায় তাহের গডফাদারের নাম শুনতাম। এখন তো পাড়া-মহল্লায় গডফাদার তৈরি হয়েছে। ফলে সমাজে যারা সুশীল, শান্তিপ্রিয় মানুষ, তারা তো আতঙ্কিত। এসব জায়গায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঠিক মতো ব্যবস্থা নিতে পারছে না।’’
‘‘ফলে দিন দুপুরে সন্ত্রাস, ছিনতাই, নারী ধর্ষণের মত ঘটনা ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কাজের দক্ষতা দেখাতে পারছেন না। সাংস্কৃতিক নানা কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে’’- বলেন রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন ও সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন প্রমুখ।
সারাবাংলা/এজেড/এসআর
আমরা বিএনপি পরিবার বিএনপি রুহুল কবির রিজভী স্বরাষ্ট্র উপদেষ্টা