কন্ঠশিল্পী মেরিক অপহরণ মামলায় নারী গ্রেফতার
২১ জুন ২০১৮ ২৩:৪১ | আপডেট: ২১ জুন ২০১৮ ২৩:৪২
।। সিনিয়র করেপন্ডেন্ট।।
ঢাকা: চ্যানেল আই সেরা কণ্ঠ শিল্পী প্রতিযোগিতায় ২০১৪ সালের রানার-আপ মনীষা ভাদুড়ি মেরি অপহরণ মামলায় ইলা সরকার নামের এক নারীকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।
ইলা সরকার নিজেকে মহিলা ক্রিকেটার দাবি করতেন উল্লেখ করে তিনি বলেন, ইলার বিরুদ্ধে অভিযোগ সে মনীষা ভাদুড়ি মেরিকে অপহরণ করেছেন। মেরির পরিবারের অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ তাকে গ্রেফতার করে।
তিনি আরও বলেন, মনীষা ভাদুড়ি মেরিকে অসৎ উদ্দেশ্যে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে গত ১৪ই জুন অপহরণ করা হয়। পরে তার বাবা ভবানী শংকর ভাদুড়ি বুধবার রাতে ইলা সরকারকে আসামী করে তেজগাঁও থানায় একটি মামলা করেন।
এরপর থেকে পুলিশ মেরিকে উদ্ধার ও ইলা সরকারকে আটকে অভিযানে নামে। পরে উচ্চ প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইলা সরকারের তথ্যের ভিত্তিতে পুলিশ মেরিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।
সারাবাংলা/ইউজে/এমআইএস