Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে মনির হত্যাকাণ্ডে ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৬ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৭

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে মনির মিয়া হত্যা মামলায় ১৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ নূরুল আমিন বিপ্লব আসামিদের বিরুদ্ধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, করিমগঞ্জ থানাধীন ভাটিয়া মীরপাড়া এলাকার মজিবুর রহমান (৬০), মুখলেছ (২৭), শামীম মিয়া (৩৫), হাবিবুর রহমান ৫৭), আরিফ (২৬), আমিনুল (৩২), রানা (২০), ফাইজুল (৪৫), মনির (২৪), হাদিস (৪৫), রাশিদ (৫০), শাহীন (৩৫), কামরুল (২৪)।

বিজ্ঞাপন

ঘটনার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, মামলার ভিকটিম মনির মিয়ার সঙ্গে আসামিদের বাড়ির সীমানা সংক্রান্ত পূর্ব শত্রুতা ছিল। এর জের ধরে ২০২০ সালের ১০ এপ্রিল শুক্রবার বিকাল ৪টার দিকে ভিকটিম মনির মিয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মজিবুর রহমান গংদের বাড়ির সামনে দিয়ে নিজ বাড়িতে ফেরার পথে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে মনির মিয়ার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে ও সারা শরীরে লোহার রড এবং লাঠি দিয়ে আঘাত করে আহত করে। এ সময় মনির মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে আসামিদের দ্বারা আঘাতপ্রাপ্ত হন আজিজুল, হাদিস ও আলম।

মনির মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১১ এপ্রিল দিবাগত রাত ৪টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওই ঘটনায় ১২ এপ্রিল ভিকটিম মনির মিয়ার ছোট ভাই মো. আইন উদ্দিন বাদি হয়ে করিমগঞ্জ থানায় ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে ওই বছরের ৩০ সেপ্টেম্বর আসামি লুৎফাকে বাদ দিয়ে ১৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

বিজ্ঞাপন

আদালত ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পর স্বাক্ষী জেরা শেষে ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে বুধবার ১২ জন আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ডের এ রায় দেন। অপর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামরুল মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।

রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পি পি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

সারাবাংলা/এমপি

১৩ জনের যাবজ্জীবন আদালত কারাদণ্ড কিশোরগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর