Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৈবিছাআ থেকে বেরিয়ে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ

ঢাবি করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৩০

ঢাকা: জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ থেকে বেরিয়ে নতুন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে একটি ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

নতুন ছাত্রসংগঠনটির আহ্বায়ক হয়েছেন সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। সদস্য সচিব হয়েছেন জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদ সিয়াম। মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহমিদ আল মুদাসসির চৌধুরী ও আশরেফা খাতুন।

এ ছাড়া, ঢাবি শাখার আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ও মহির আলম। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে লিমন মাহমুদ হাসানকে। এ ছাড়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল আমিন সরকার, মুখ্য সংগঠক হিসেবে হাসিব আল ইসলাম ও মুখ পাত্র হয়েছেন রাফিয়া রেহনুমা হৃদি।

উল্লেখ্য, সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু বাকের সমন্বয়কের দায়িত্বে ছিলেন। এর আগে ২০২৩ সালে আকতার ও নাহিদের গড়া সংগঠন ছাত্রশক্তির ঢাবি শাখার সদস্যসচিব ছিলেন।

এছাড়া, সদস্য সচিব জাহিদ আহসান ২০১৮-২০১৯ সেশনের ঢাবির শিক্ষার্থী। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দফতর সম্পাদক ছিলেন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পাওয়া আশরেফা খাতুন ঢাবির আন্তর্জাতিক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আর মুখ্য সংগঠক তাহমিদ মুদাসসির আল চৌধুরী ২০১৮-১৯ সেশনের বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এআইএন/পিটিএম

নতুন ছাত্রসংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ

বিজ্ঞাপন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে শঙ্কা
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২০:০৩

আরো

সম্পর্কিত খবর