Wednesday 26 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপহরণের পর মুক্তিপণের টাকা না পাওয়ায় শিশুকে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:১৮ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১

শিশু বায়েজিদ।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় বায়েজিদ নামে এক শিশুকে অপহরণের পর মুক্তিপণের টাকা না পেয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর শৈলকুইড়া এলাকার সাহাবুদ্দিন হাজীর ইট ভাটার ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বায়েজিদ ফতুল্লা রেলস্টেশন এলাকার সাইফুল আকনের ছেলে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিশু বায়েজিদ ও ঘাতক ফেরদৌস একই ভাড়া বাড়িতে পাশাপাশি বসবাস করতো। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে চটপটি খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে ফেরদৌস রেলস্টেশনের বাসা থেকে বের হন।

পরে রাত ১২টার দিকে নিহত শিশুর বাবাকে ফোন করে জানান ছেলেকে জীবিত পেতে হলে ৫০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় হত্যা করা হবে। তারা টাকা দিতে চাইলেও পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে নিহতের বাবা বাদী হয়ে নিখোঁজ জিডি করেন। জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্ধ্যা ৭টার দিকে করিমগঞ্জ থানা পুলিশের সহায়তায় ফেরদৌসকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী দাপাইদ্রাকপুর ইটভাটার ঝোপ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে শিশুটিকে হত্যা করা হয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/ইআ

অপহরণ নারায়ণগঞ্জ শিশুকে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর