ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রাজিবের
২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:৪৪
খুলনা: জেলার সাচিবুনিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় রাজিব টিকাদার (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। জানা গেছে, স্বজনদের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে রেললাইন পার হওয়ার সময় প্রাণ যায় তার।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজিব বটিয়াঘাটা উপজেলার চক্রাখালী এলাকার পরিমল টিকাদারের ছেলে।
জানা গেছে, সকালে স্বজনদের সঙ্গে ঝগড়া করে তিনি বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর ওই রেলগেট এলাকার রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে বেনাপোলগামী কমিউটার ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হন। আশপাশের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
খুলনা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
সারাবাংলা/এইচআই